বিজেপির বিরোধিতা সত্ত্বেও মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান হওয়া এখন কার্যত সময়ের অপেক্ষা। পিএসি-র জন্য মোট ২০ জন সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে বিধানসভার তরফে। বিজেপি-র ৬ জন, তৃণমূলের ১৩ জন এবং মুকুল এককভাবে মনোনয়ন দাখিল করেছেন।
মুকুলের প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন বিনয় তামাংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থিত এক নির্দল বিধায়ক ও এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি। ২০ জনের কমিটিতে ২০টিই বৈধ মনোনয়ন জমা প়ড়ায় নির্বাচনের আর কোনও সম্ভাবনা নেই । তাই স্পিকার নিজের ক্ষমতা প্রয়োগ করে মুকুলকে চেয়ারম্যান পদে বসাতে পারেন।
পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বৈধ মনোনয়ন জমা পড়ার পর ২০ জনের মধ্যে স্পিকার যাকে চাইবেন তাঁকে চেয়ারম্যান করবেন। এক্ষেত্রে কোনও নির্বাচনের সম্ভাবনা নেই। স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের এক্ষেত্রে কোনও ভূমিকা নেই।"