ত্রিপুরার পুরভোটের (Tripura) ফলপ্রকাশ হবে আজ, রবিবার। সকাল আটটা থেকে শুরু হবে কাউন্টিং। গণনাকেন্দ্রের বাইরে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার।
৬টি নগর পঞ্চায়েত এবং ১৩ টি মিউনিসিপাল কাউন্সিলের ফল নিয়ে আগ্রহ তুঙ্গে। ফল জানা যাবে হাই-প্রোফাইল আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের। সব মিলিয়ে ৩৩৪টি আসনের ফলাফল প্রকাশিত হবে রবিবার। শাসক দল বিজেপি সবকটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে এবং বিনা প্রতিদ্বন্দিতায় ১১২ টি আসনে জয়লাভ করেছে। বাকি ২২২ টি আসনে মোট ৭৮৫ জন প্রার্থীর (Candidate) ভাগ্য নির্ধারণ হবে রবিবার। পুর নির্বাচনের ফলাফলের দিন যাতে অশান্তি এড়ানো যায় তাই ত্রিস্তরীয় নিরাপত্তার (Three tier security) ব্যবস্থা করা হয়েছে। মোট ১৩ টি গণনা কেন্দ্র থেকে ফলাফল জানানো হবে।
Congress: কলকাতা পুরসভা নির্বাচনে ভাঙল জোট, ৬৬ আসনে প্রার্থী কংগ্রেসের
পুরভোটে সন্ত্রাসের অভিযোগে সরব বাম (CPM) এবং তৃণমূল (TMC)। যে সব আসনে পুর্ননির্বাচনের দাবি জানানো হয়েছে, সেগুলির কাউন্টিং বয়কট করবে সিপিএম।