ত্রিপুরার (Tripura) পুরসভা এবং নগর পঞ্চায়েতের নির্বাচনে বিপুল জয়ের পথে বিজেপি। আগরতলা কর্পোরেশনের ১১টি ওয়ার্ডে জয়ী বিজেপি। ২০, ২১, ২২, ৩৫, ৩৬, ৩৭, ৩৮ নম্বর ওয়ার্ডে জিতেছে বিজেপি। ৬টি নগর পঞ্চায়েতের মধ্যে তিনটিতে এগিয়ে বিজেপি। ১৩টি পুরসভার মধ্যে বিজেপি এগিয়ে ৫টিতে। এর বাইরেও আগরতলা পুরসভার বাকি আসনগুলিতেও এগিয়ে রয়েছে বিজেপি।
সর্বত্রই দ্বিতীয় স্থান দখলের জন্য লড়াই চলছে সিপিএমের (CPM) সঙ্গে তৃণমূলের(TMC)। কিছু আসনে সিপিএম দ্বিতীয় কিছু আসনে তৃণমূল। রবিবার সব মিকিয়ে মোট ৩৩৪টি আসনের ফল ঘোষণা হবে। এর আগে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১২টি আসনে জিতে গিয়েছে।