শাহরুখ-পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে কথা বলার জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) টাকা দিয়েছে। রবিবার এমনই বিস্ফোরক দাবি করলেন মাদক-মামলার এক সাক্ষী।
আরিয়ানের গ্রেফতারির পর পরই তারকা পুত্রের সঙ্গে কিরণ পি গোসাভি নামের এক ব্যক্তির তোলা সেলফি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে মনে করা হয়েছিল কিরণ এনসিবি-র কোনও এক আধিকারিক। পরে এনসিবি-কে বিবৃতি দিয়ে জানায়, কিরণ তাদের কেউ নন।
কিরণের সহযোগী প্রভাকর সেইল দাবি করেন, শাহরুখ-পুত্রের বিরুদ্ধে মুখ খুলতে এনসিবি এবং কিরণের মধ্যে ১৮ কোটি টাকার চু্ক্তি হয়েছে বলে তিনি শুনেছেন।
এনসিবি-র প্রশ্ন, তা-ই যদি হয়, তা হলে এত দিন আরিয়ানকে জেলে থাকতে হচ্ছে কেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভাবমূর্তি নষ্ট করতেই এই চক্রান্ত, দাবি এনসিবি আধিকারিকদের।