রাহুল গাঁধী সহ দলের বেশ কয়েকজনের নেতার অ্যাকাউন্ট, কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডল লক করার পেছনে যুক্তি পেশ করল ট্যুইটার।টুইটারের তরফে বলা হয়েছে, ওই অ্যাকাউন্টগুলি থেকে করা পোস্ট নিয়ম লঙ্ঘন করেছে। ব্যক্তির গোপনীয়তা এবং সুরক্ষা রক্ষার্থেই ব্লক করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি, রাহুল গাঁধীর অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করে ট্যুইটার। কিছুদিন আগে, দিল্লিতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। গত বুধবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে নির্যাতিতার মা-বাবার ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেন কংগ্রেস সাংসদ। তার জেরেই ব্যবস্থা নেয় ট্যুইটার কর্তৃপক্ষ। সাময়িকভাবে সাসপেন্ড করা হয় রাহুল গাঁধীর ট্যুইটার অ্যাকাউন্ট। যদিও কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, অন্যান্য সামাজিক মাধ্যমে মানুষের সমস্যা নিয়ে সরব হবেন রাহুল।
লক করা হয়েছে আরও ৫ কংগ্রেস নেতার ট্যুইটার অ্যাকাউন্ট। গতকাল এমনই অভিযোগ করে কংগ্রেস। এমনকী, লক করা হয়েছে দলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলও।