এবার থেকে হোয়াটসঅ্যাপেই(Whatsapp) বুক করা যাবে অ্যাপ ক্যাব। অ্যাপ ক্যাব সংস্থা Uber-র পক্ষ থেকে এই বিশেষ পরিষেবা আনা হয়েছে। পুরো প্রক্রিয়ার জন্য একটি অফিশিয়াল চ্যাটবট নিয়ে এসেছে এই সংস্থা। আপাতত লখনউয়ে এই পরিষেবা শুরু হলেও আগামীদিনে ভারতের(India) বিভিন্ন শহরে এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে সংস্থার(Uber) পক্ষ থেকে।
Whatsapp এবং Uber-এর যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে। বর্তমানে এই পরিষেবা মিলছে শুধুমাত্র ইংরেজিতে। তবে বেশ কিছুদিনের মধ্যেই বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় এই পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
অ্যাপ ক্যাব সংস্থা Uber-এর পক্ষ থেকে একটি Whatsapp Business Account খোলা হয়েছে । ওই চ্যাটবটের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষ একটি QR কোড এবং লিঙ্ক প্রকাশ করেছে সংস্থাটি।
আরও পড়ুন- ZEE-Sony merger deal: ক্রিসমাসের আগেই কি এক হয়ে যাবে সোনি আর জি? জল্পনা তুঙ্গে
প্রথমে ওই চ্যাটবটের মেসেজ বক্সে ঢুকলেই জানতে চাওয়া হবে পিক আপ এবং ড্রপ লোকেশন। পাশাপাশি যাত্রী কী ধরনের ক্যাব (Sedan, Uber Go, Premier) অথবা বাইক বুক করতে চাইছেন, তা জানতে চাওয়া হবে। সব তথ্য দেওয়ার পর ভাড়া, বুকিং-সংক্রান্ত তথ্য এবং ড্রাইভারের নাম, নির্দিষ্ট গন্তব্য গিয়ে পিক আপ করতে কতক্ষণ সময় লাগবে তা জানতে পারবেন ব্যবহারকারী।