এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়... সব সত্যি সব সত্যি! মধুর শিশি খুললেন কিন্তু টপ টপ করে মধু পড়ল তো নাই-ই, বরং স্প্রিং এর মতো খানিক পাকিয়ে পাকিয়ে গিয়ে আবার নিজে থেকেই ঢাকনা চলে আসছে শিশির কাছাকাছি। আপনি তো তাজ্জব! কী ভাবে হচ্ছে! সব সত্যিই। তবে কিনা এই দুনিয়ার বাইরে যে আরও বড় একটা দুনিয়া আছে, যাকে বলে মহাকাশ, সেখানেই ঘটছে এমন আজব ঘটনা।
কানাডিয়ান স্পেস এজেন্সি থেকে অ্যাস্ট্রোনট ডেভিড সেন্ট জেকবস অনলাইনে একটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছিলেন। তাতেই দেখা গেছে এমন আজব ঘটনা। কিন্তু কেন এমন হল? মহাকাশে মাধ্যাকর্ষণ নেই, তারফলে মধু তরল হয়ে পড়ছে না। জিরো গ্র্যাভিটিতে এক এক তরলের আচরণ এক এক রকম, তা বোঝাতেই এই পোস্টটি করেছিলেন মহাকাশচারী। সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।