প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে দলের রাজ্য দফতরে নজিরবিহীন বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। হেস্টিংসের দফতরে মঙ্গলবার সকাল থেকে দফায় দফার বিক্ষোভ দেখান কর্মীরা। বচাসা, হাতাহাতির জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এক সময়ে শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। প্রার্থীতালিকা ঘোষণার পর থেকে লাগাতার বিক্ষোভ চলছে বিজেপির রাজ্য দফতরে। গায়ে আগুন দিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছেন কর্মীরা।