অনেকদিন থেকেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের প্রেম চর্চায় । তাঁদের বাগদান নিয়েও কম গুজব ছড়ায়নি । কিছুদিন আগেই শোনা গিয়েছিল তাঁরা নাকি গোপনে আংটি বদল করে ফেলেছেন । যদিও, তা গুজব বলে উড়িয়ে দেন ভিকির পরিবার । সেইসময় এই বিষয়ে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই । তবে এবার তাঁর ছবি সর্দার উধমের প্রচারে এসে গুজব নিয়ে মুখ খুললেন ভিকি কৌশল । এমনকী, জানিয়ে দিলেন, খুব তাড়াতাড়িই বাগদান সেরে ফেলবেন তিনি ।
সর্দার উধমের প্রচারে এসে এক দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেন, "আপনাদের বন্ধুদের মাধ্যমে এই খবর প্রচার করা হয়েছিল । তবে সঠিক সময় এলে আমি খুব তাড়াতাড়ি বাগদান সারব । সেটারও অবশ্য সময় আসতে দিতে হবে ।" তবে কার সঙ্গে বাগদান সারবেন, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অভিনেতা ।
সম্প্রতি সর্দার উধমের প্রিমিয়র শো-এ ক্যাটরিনা কইফকে দেখা গিয়েছিল । তাছাড়া প্রায় তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা যায় । যদিও, তাঁদের সম্পর্ক নিয়ে দুজনের কেউই এখনও মুখ খোলেননি ।