ছবি দেখে শিউরে উঠতে হয়। ভিডিও কল করে স্ত্রীকে দেখিয়ে আত্মহত্যা যুবকের।সোনারপুরে বেনেচাঁদনির ঘটনা। লকডাউনে কাজ হারিয়ে ঋনের টাকা শোধ করতে না পেরেই এই মর্মান্তিক সিদ্ধান্ত, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিসের। সোমবার স্ত্রীকে সেই ভিডিও কল করে যুবক জানায় সে আত্মহত্যা করতে চলেছে। এরপর ভিডিও কলেই আত্মহত্য়ার ঘটনা দেখতে হয় স্ত্রীকে। সোমবারই থানাতে নিখোঁজের অভিযোগ দায়ের করে যুবকের পরিবার। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে বেনেচাঁদনি বাইপাস এলাকায় একটি বাগানের ভেতর থেকে যুবকের পচগলা ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।