viral video: বিয়ে বাড়ির আসর মানেই তো জমজমাট। কিন্তু কনের মুখের এই অবস্থা কেন? মনে হচ্ছে সাংঘাতিক কিছু একটা হয়েছে?
তবে কি কোনও দুঃসংবাদ? আনন্দের অনুষ্ঠানের মধ্যেই কোনও খারাপ খবর? প্রাথমিকভাবে এই ছবিটা দেখে কিন্তু তাই মনে হবে সবার।
কিন্তু পুরো ছবিটা দেখলে হলফ করে বলতে পারি হেসে গড়াগড়ি খাবেন আপনি। এবার তাহলে হেঁয়ালি ছেড়ে আসি আসল গল্পে। বিয়ে বাড়িকর সব কিছুই চলছিল ঠিকঠাক। হাঠতই ছন্দপতন। যিনি বর কনের ছবি ক্যামেরা বন্দি করছিলেন তাকেই বাঁধল বিভ্রাট। ছন্দপতন। ছবি তুলতে তুলতে ফটোগ্রাফার এতটাই তন্ময় হয়ে পড়েন যে তার খেয়ালই ছিলনা যেখানে তিনি দাঁড়িয়ে রয়েছেন তার একহাত দূরত্বেই রয়েছে একটি সুইমিং পুল। ছবি তুলতে তুলতে এক পা করে পেছতে পেছতে, ব্যাস!
একেবারে জলের মধ্যে ঝপাং। আর সেই ছবি দেখেই কনের মুখের এই অবস্থা।নেটিজেনরাও হেসে কুটোপাটি এই কাণ্ডে। নিমেষে ভাইরাল হয়েছে এই ছবি।