জিমনাস্টিকে উৎসাহ বেড়েছে বুঝি এর মধ্যে? তা, অলিম্পিক চলার সময় ওরম একটু আধটু হয়। কী? আপনার কথা বলছেন না? আপনার পোষ্য মার্জারটি হয়ে উঠেছে জিমনাস্টিকের সমঝদার?
সম্প্রতি টুইটারে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে একটি জিমনাস্ট প্রিয় বেড়ালের ভিডিও। বেশ মন দিয়ে অলিম্পিকের আসরে বিভিন্ন জিমন্যাস্ট কীভাবে কসরত করছেন, সেটা দেখায় মন দিয়েছে।
রিং-এর ওপর দিয়ে যখন ঘুরছেন প্রতিযোগীরা, উত্তেজিত হয়ে উঠছে বেড়ালটি। ওদের ছুঁয়ে দেখার জন্য সে কী ছটফটানি। টিভি স্ক্রিনের ওপর একেবারে লাফিয়ে হুমড়ি খেয়ে পড়ছে সে।
তার কাণ্ডকারখানা দেখে বেশ মজা পেয়েছেন নেটিজ়েনরা।