দুর্যোগ যেন থামছে না। গুলাবের (Gulab Cyclone) পর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে মঙ্গল ও বুধবার রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলোতে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বঙ্গোপসাগরে নতুন ঘূর্নাবর্ত তৈরি হচ্ছে। মঙ্গল ও বুধবার তা বাংলায় আছড়ে পড়বে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এর ভালো প্রভাব পড়বে। উপকূলবর্তী জেলাগুলোতে বাড়তি সতর্ক থাকার নির্দেশিকা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উপকূলের জেলায় ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা ও কলকাতা ও বাকি জেলায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার মায়ানমারের দিকে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। এরপর বাংলার দিকেই এগোবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। উপকূলবরতী জেলা দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণার প্রশাসনকে সতর্ক করা হয়েছে।