উপনির্বাচনের প্রচারের শেষ দিনে ঝড় তুলল সব পক্ষ। বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারলেন যুযুধান প্রার্থীরা।
আগামী ৩০ অক্টোবর রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উত্তরবঙ্গের দিনহাটা কেন্দ্রটি বিজেপির দখলে ছিল। দক্ষিণবঙ্গে শান্তিপুরেও তারাই জিতেছিল। বাকি দু'টি কেন্দ্র খড়দহ এবং গোসাবা ছিল তৃণমূলের দখলে।
বুধবার এই চারটি কেন্দ্রে উপনির্বাচনের প্রচারের শেষ দিন। কোভিড বিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন প্রার্থীরা। ইতিমধ্যেই চারটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সর্বত্র কড়া নজরদারি চালাচ্ছে তারা। কোনোভাবেই যাতে করোনা সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করা না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
Alapan Bandyopadhyay: প্রাণনাশের হুমকি পেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, স্পিডপোস্টে এল চিঠি
এর আগে তিনটি কেন্দ্রে উপনির্বাচনে একতরফা জয় পেয়েছিল তৃণমূল। এবার ৪-০ করতে মরিয়া শাসকদল। কিন্তু নিজেদের জেতা কেন্দ্রে লড়াই দিতে তৈরি বিজেপিও।