ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur bypoll) প্রচারে গিয়ে BJP-কে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য, "নাচতে না জানলে উঠোন বাঁকা। নিশ্চিত হার জেনেই অবান্তর অভিযোগ করছে বিজেপি।
Bhawanipur by-election: 'প্রিয়াঙ্কা বাচ্চা মেয়ে, আবারও হারবে..', প্রচারে কটাক্ষ ফিরহাদের
ফিরহাদের দাবি,ভবানীপুর এলাকা তৃণমূলের শক্ত ঘাঁটি৷ বহু বছর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এখানে সাংসদ ছিলেন। এখানে খামকা তৃণমূল গোলমাল করবে কেন!
Bhawanipur by-election: মমতার কাছে গিয়ে তাঁর ভোট চাইবেন BJP প্রার্থী প্রিয়াঙ্কা
বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়ালকে এদিও 'বাচ্চা মেয়ে' বলেছেন ববি। তাঁর কথায়, প্রিয়াঙ্কাকে খাদে ফেলে দিয়েছে বিজেপি।