ভবানীপুরে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল সিপিএম৷ বামপ্রার্থীর অভিযোগ, বিধি ভেঙে ভোটকেন্দ্রের ২০ মিটারের মধ্যে পতাকা লাগিয়েছে শাসকদল। অথচ কমিশন নীরব দর্শক।
CPM : পলিটব্যুরো থেকে বাদ পড়বেন বিমান বসু, হান্নান মোল্লা?
সিপিএম প্রার্থীর দাবি, ভবানীপুরের ২৮৭টি বুথেই একই অবস্থা। তাঁদের সব পতাকা,পোস্টার, ব্যানার খুলে নেওয়া হয়েছে, কিন্তু তৃণমূলের পতাকা খোলা হয়নি৷ এমনকি তৃণমূল নেত্রীর ছবিও মোছা হয়নি।