কৃষকদের পাশে দাঁড়িয়ে ফের কলম ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লিখে ফেললেন একটি নতুন কবিতা। কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনের সাফল্যকে অভিনন্দন জানিয়েই এই কবিতা লিখেছেন মমতা।
মুখ্যমন্ত্রী তাঁর কবিতা শুরু করেছেন এই ভাবে- 'অন্নদাতার অন্নর অধিকার/ফিরিয়ে দিতে হবেই/ মাঠ-মাটি-জমি প্রান্তরে/ কৃষিক্ষেত্র জাগবেই/ দীর্ঘদিনের আন্দোলনের ফসল/ তোমাদের স্বপ্ন/ কেড়ে নিতে চাইলেও ব্যর্থ হবে না/ ঔদ্ধত্য – অহংকারে ভগ্ন”। পরিশেষে রয়েছে আন্দোলনের জয়গান- 'তবুতো থামোনি/ থামোনি তোমরা/ লড়ে গেছো আপন গৌরবে/ তাই তো আজ জয়ী হলে তোমরা/ অভিনন্দন সংগ্রামী সৌরভে'।