স্বস্তি দিচ্ছে রাজ্যে কোভিডের নিম্নমুখী গ্রাফ । একলাফে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ । রাজ্য স্বাস্থ্যদফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬০৬ জন । মৃত্যু হয়েছে ৯ জনের । কলকাতাতেও সংক্রমণ অনেকটাই কম । তবে, সোমবার টেস্টও অন্যান্যদিনের তুলনায় কম হয়েছে ।
রবিবার যেখানে টেস্ট হয়েছিল প্রায় ৩৫ হাজার, সেখানে সোমবার প্রায় ৯ হাজার টেস্ট কম হয়েছে । সেক্ষেত্রে, আক্রান্তের সংখ্যাও একলাফে ৬০০-র ঘরে নেমে এসেছে । স্বাভাবিকভাবেই কলকাতাতেও রবিবার আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে । কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৫ জন । মৃত্যু হয়েছে ১ জনের ।
পুজো শুরু হয়ে গিয়েছে । এই চারটে দিনই নমুনা পরীক্ষা যে কমই হবে, তা ধরে নেওয়াই যায় । এদিকে, প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় চিন্তা বাড়াচ্ছে । উৎসবের দিনগুলি আর কোনও বাধা মানতে চাইছে না মানুষ ৷ অনেকে মাস্কও পরছে না ৷ তবে, সচেতন না হলে পরে রাজ্যে করোনা পরিস্থিতি যে কোথায় গিয়ে দাঁড়াবে, তা কেউ জানে না ৷