ফের সামনে চলে এল সরকার-রাজ্যপাল সংঘাত। শিল্প সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁকে পাল্টা জবাব দিল তৃণমূলও।
রাজ্যের শিল্পে বিনিয়োগ টানতে সোমবার রাজ্যপালকে বিদেশে যেতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তাতে সম্মতি জানিয়ে পাশে থাকার বার্তাও দেন জগদীপ ধনকড়। এর ২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার দুপুরে জোড়া ট্যুইট করেন তিনি। তাতে ২০২০ সালের ২৫ অগাস্ট মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি পোস্ট করে রাজ্যপাল লিখেছেন, ৫ বারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে এক বছর আগে মুখ্যমন্ত্রীর কাছে যে বিষয়গুলি তুলেছিলাম, তার প্রতিক্রিয়া না পাওয়ায় আমি উদ্বিগ্ন। শিল্প-প্রস্তাব নিয়ে সাফল্যের দাবিকে মিথ্যে প্রমাণ করছে বাস্তব অবস্থা। আইনের শাসন, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা বিনিয়োগের জন্য অপরিহার্য। এই প্রেক্ষাপটে আরও অনেক কিছু করা দরকার।
দ্বিতীয় টুইটে রাজ্যপাল লেখেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে স্বচ্ছতা ও দায়িত্বের সঙ্গে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কারণ, শুধুমাত্র বিজ্ঞাপন এবং বিবৃতির ওপর ভরসা না করে তথ্যের পবিত্রতা যাচাই করা আমাদের কর্তব্য।
রাজ্যপালের এই ট্যুইট নিয়ে ঘনিষ্ঠমহলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস সুখেন্দুশেখর রায় বলেন, "এটার নিয়ম এজি বেঙ্গল হিসেব করবে, রাজ্যপালকে পাঠান, তিনি সেটা বিধানসভায় পেশ করেন, তাহলে এজি বেঙ্গলকে বলছেন না কেন!"