হাওড়া পুরসভা থেকে বালি পুরসভাকে আলাদা করা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
পুরভোটের আগে হাওড়া (Howrah Municipality) থেকে আলাদা করা হয়েছে বালি পুরসভাকে। গত ১২ নভেম্বর বিরোধীশূন্য বিধানসভায় পাসও হয়ে গেছে হাওড়া পুরসভা (সংশোধনী) বিল ২০২১। এই প্রেক্ষাপটেই, রাজ্য সরকারের কাছ থেকে বিল সম্পর্কিত পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল। হাওড়া পুরসভা (সংশোধনী) বিল ২০২১ নিয়ে বিধানসভায় কী বিতর্ক ও আলোচনা হয়েছে। রাজ্যের কাছে তা জানিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar)।
Mamata Banerjee: 'মমতার সঙ্গেই আছি', মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বললেন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী
নিজের ট্যুইটার হ্যান্ডলে এই চিঠি পোস্ট করে রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়েছেন, ১৭ নভেম্বর বিধানসভার সচিবের তরফে তাঁকে হাওড়া পুরসভা (সংশোধনী) বিল সংক্রান্ত তথ্য পাঠানো হয়েছে। সেই প্রসঙ্গ টেনে রাজ্যপাল লিখেছেন, হাওড়া পুরসভা (সংশোধনী) বিল-২০২১ নিয়ে বিধানসভায় কী কী বিতর্ক ও আলোচনা হয়েছে, ভারতীয় সংবিধানের ২০০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, তা জানতে চাওয়া হয়েছে।