ফের রাজ্যে উর্ধ্বমুখী কোভিড গ্রাফ । শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬২৪ জন । বেড়ের মৃতের সংখ্যাও । এদিন, মৃত্যু হয়েছে ১৪ জনের ।
শনিবার সংক্রমণ কমলেও পজিটিভিটি রেট বেশি ছিল । তবে, সেই তুলনায় রবিবার পজিটিভিটি রেট কিছুটা কমেছে । বেড়েছে টেস্টও । শনিবারের তুলনায় এদিন প্রায় আট হাজার টেস্ট বেশি হয়েছে । এদিকে, রাজ্যের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। মৃত্যু হয়েছে চারজনের ।
কলকাতা হাইকোর্ট ও রাজ্য সরকারের নির্দেশ মেনে কোভিড বিধি বেঁধে দেয় দুর্গাপুজো কমিটিগুলো । কিন্তু, তারপরেও বিভিন্ন বড় পুজোয় মানুষের ঢল নামে । এমনকী, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বন্ধ করে দেওয়া হয় বুর্জ খলিফা । সেক্ষেত্রে সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে । বিশেষজ্ঞদের মতে, রাজ্যে করোনা পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে, তা আগামী এক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে ।