শনিবার সামান্য স্বস্তি দিয়েছিল রাজ্যের করোনা(Coronavirus) চিত্র । কিন্তু, রবিবারের পরিসংখ্যান ফের নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ।
রাজ্যের স্বাস্থ্য দফতরের রবিবার সন্ধের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত(Covid Cases) হয়েছেন ৭২৩ জন । মৃত্যু হয়েছে ১১ জনের । মোট সক্রিয় আক্রান্তের (Active cases) সংখ্যা ৭ হাজার ৯৬৭ ।
দৈনিক সংক্রমণের শীর্ষে সেই কলকাতা (Kolkata )। শনিবারই দুশোর নিচে নেমেছিল সংক্রমণ । কিন্তু, এদিন কলকাতায় ফের দুশো পার করল আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২০৫ জন । দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা । এই জেলায় একদিনে করোনা আক্রান্ত ১৪৬ জন ।
India Covid Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১০,৮৫৩, মৃত্যু হয়েছে ৫২৬ জনের
রাজ্যের রিপোর্ট অনুযায়ী, সুস্থতার হার সামান্য বেড়ে হয়েছে ৯৮.৩০ শতাংশ । দেশে করোনাকে জয় করে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৭১ হাজার ২৯৫ । মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ২২৬ জনের ।