শুক্রবার রাজ্যে অনেকটাই কমল কোভিড গ্রাফ(Covid Graph) । রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৩ জন । বৃহস্পতিবারের তুলনায় যা অনেকটাই কম । এদিন, মৃত্যু হয়েছে ১৩ জনের । সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ ।
রাজ্যের স্বাস্থ্য দফতরের শুক্রবার সন্ধের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৯৭ হাজার ৯৫ । করোনায় মোট মৃত্যু(Total Death) হয়েছে ১৯ হাজার ২০১ জনের । রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের(Active Case) সংখ্যা ৮ হাজার ১৩৭ । সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৭ ।
India Covid update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১২,৭২৯, মৃত্যু হয়েছে ২২১ জনের
রাজ্যে দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষেই রয়েছে কলকাতা(Kolkata) । এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ।