West Midnapur Flood: নিম্নচাপের বৃষ্টিতে ভয়ালহ পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরে(WEST MIDNAPUR)।
বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দুই মেদিনীপুরের(WEST MIDNAPUR) উপকূলবর্তী এবং অপেক্ষাকৃত নীচু এলাকায়। সোমবার থেকে যে প্রবল বর্ষণ শুরু হয়েছে।
নাগাড়ে বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শহর মেদিনীপুর, খড়্গপুর, বেলদা, নারায়ণগড়, সবং, ডেবরা, কেশপুর, গড়বেতা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় জলবন্দি বহু এলাকার মানুষ।
বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। কয়েক হাজার বিঘা কৃষি জমি ইতিমধ্যে জলের তলায়। আমন ধানের চাষিদের মাথায় হাত পড়েছে! এছাড়াও, সবজি চাষেরও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
পশ্চিম মেদিনীপুর জেলার সমগ্র ঘাটাল মহকুমা এবং খড়্গপুর মহকুমার ডেবরা, সবং, পিংলা, বেলদা, নারায়ণগড়, দাঁতন, মোহনপুর প্রভৃতি এলাকায় কৃষিজমি, মাটির ঘরবাড়ি, অস্থায়ী সেতু এবং রাস্তাঘাট বিপর্যস্ত। মেদিনীপুর সদর মহকুমার মেদিনীপুর, গড়বেতা প্রভৃতি এলাকারও বিস্তীর্ণ অংশ ইতিমধ্যে জলমগ্ন হয়েছে। জল বাড়ছে কংসাবতী ও শিলাবতী নদীতে।