ভারতের ইউজারদের জন্য নতুন সেফটি ফিচার আনল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। এর মধ্যে প্রথমটি হল- ফ্ল্যাশ কল ফিচার (Flash Call feature)। ফোন নম্বর ভেরিফিকেশনের নতুন অপশন এটি।
ইউজাররা এখন থেকে একটি স্বয়ংক্রিয় কল পাবেন ফোন নম্বরের ভেরিফিকেশনের জন্য। সেই কলটির মাধ্যমেই ফোন নম্বর ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। আলাদা করে কোনও কোড টাইপ করতে হবে না। এখন অ্যান্ড্রয়েড ডিভাইজ ব্যবহারকারীদের কাছে এই ভেরিফিকেশনের জন্য এসএমএসের মাধ্যমে আসে একটি ৬ সংখ্যার ডিজিট।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে এই নতুন ফ্ল্যাশ কল ফিচারটি অনেক বেশি সক্রিয় এবং ইউজারদের জন্য অত্যন্ত নিরাপদ।
এছাড়াও, ইউজারদের স্বার্থে মেসেজ লেভেল রিপোর্টিং-ও চালু করেছে হোয়াটসঅ্যাপ। যার ফলে হোয়াটসঅ্যাপের কোনও মেসেজ রিপোর্ট বা ব্লক করা যাবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু সেপ্টেম্বর মাসেই এমন ২.২ বিলিয়ন মেসেজ তাঁরা 'ব্যান' করেছেন।
এছাড়া, হোয়াটসঅ্যাপ তাদের ডেস্কটপ অ্যাপের নতুন বিটা ভার্শনটির জন্য প্রাইভেসি কন্ট্রোল বদল করার নতুন অপশনও আনল।
এর ফলে ইউজাররা হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ কিংবা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ (Whatsapp web) খুলেও লাস্ট সিন বা প্রোফাইল ফটোর সেটিংস বদলাতে পারবেন।