মাদককাণ্ডে এখনও জামিন পাননি । ২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে আরিয়ান খানকে । একইসঙ্গে কাউন্সেলিং চলছে আরিয়ানের । রবিবার কাউন্সেলিং চলাকালীন আরিয়ান এনসিবি আধিকারিকদের জানিয়েছেন, জেল থেকে মুক্তি পাওয়ার পর গরিব মানুষের জন্য কাজ করতে চান তিনি ।
২ অক্টোবর মাদক মামলায় গ্রেফতার হন আরিয়ান খান সহ আরও সাতজন । তারপর থেকেই তাদের কাউন্সেলিং চলছে । কাউন্সেলিং চলাকালীন এনসিবি অধিকর্তাদের সহযোগিতা করছেন আরিয়ান । জেল থেকে মুক্তির পর তিনি সমাজের কল্যাণের জন্য কাজ করবেন । এই বিষয়ে বারবার এনসিবি কর্তাদের নিশ্চিত করছেন শাহরুখ পুত্র । এদিন, কাউন্সেলিং চলাকালীন এনসিবি অধিকর্তাদের তিনি জানিয়েছেন, জেল থেকে মুক্তি পাওয়ার পর সমাজে পিছিয়ে পড়া, গরিব মানুষের জন্য কাজ করবেন তিনি । আরিয়ান আরও বলেন, "আমি এমন কিছু করব, যা নিয়ে আপনারা আমার জন্য গর্ব করবেন ।" রবিবার এনসিবির তরফে এমনই জানানো হয়েছে ।
আরিয়ান বর্তমানে মুম্বইয়ের আর্থার রোড জেলে রয়েছেন । বুধবার তাঁর জামিনের আবেদনের শুনানি রয়েছে ।