প্রথমে স্বামীর প্রেমিকাকে মাথায় হেলমেট দিয়ে মারলেন। তারপর মাটিতে ফেলে পেটালেন। এরপর স্বামীর প্রেমিকাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে আসানসোলে(Asansol)।
পুলিশ(Police) সূত্রে জানা গেছে, আসানসোলের(Asansol) বার্ণপুরের(Burnpur) বাসিন্দা মোহনলাল পুলিশ লাইন এলাকার একটি হোটেলে গিয়েছিলেন তাঁর প্রেমিকাকে সঙ্গে নিয়ে। কিন্তু এই ঘটনা জানতে পেরে যান তাঁর স্ত্রী। তাই পিছু নেন স্বামী মোহনলালের। হোটেলের ঘর থেকে প্রেমিকা সমেত স্বামীকে পাকড়াও করেন তাঁর স্ত্রী।
আরও পড়ুন- Ratna Chatterjee : রত্নার ফ্লেক্স, পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
বার্ণপুরের(Burnpur) বাসিন্দা মোহনলাল এবং তাঁর প্রেমিকাকে আটক করেছে আসানসোল দক্ষিণ(Asansol South) থানার পুলিশ(Police)। পরে তাঁদের থানা থেকেই জামিন দেওয়া হয়। থানা চত্বরে স্বামীর প্রেমিকাকে বেধড়ক মারধর করেন ওই মহিলা। সেই সময়ের একটি ভিডিয়ো ভাইরাল(Viral Video) হয়েছে। যদিও Editorji বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।