বরফের চাদরে মোড়া কাশ্মীর(Kashmir) । মিঠে রোদ আর হিমেল হাওয়া । তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামছে । আর সেখানে প্রেমের উষ্ণতা ছড়াচ্ছেন টলিউডের লাভ বার্ডস যশ(Yash) ও নুসরত(Nusrat) । ইনস্টাগ্রামে দুজনেই কাশ্মীরের ছবি পোস্ট করেছে । যা দেখে বোঝা যাচ্ছে, বরফে মোড়া কাশ্মীরে যশরতের প্রেম ভালোই জমে উঠেছে ।
কয়েকদিন আগেই বিমানবন্দরের ছবি ও পোস্ট দেখে বোঝাই যাচ্ছিল কোথাও বেড়াতে যাচ্ছেন দুজনে । শোনা গিয়েছিল, কাশ্মীরে যাচ্ছেন তাঁরা । শনিবার, যশের ইনস্টাগ্রাম স্টোরিতে সেটাই স্পষ্ট হল । এই মুহূর্তে গন্দেরবালে রয়েছেন যশ-নুসরত । রবিবার ইনস্টাগ্রামে দুজনেই সেই ছবি পোস্ট করেছেন । তবে একসঙ্গে নয় । আলাদা আলাদা ছবি পোস্ট করলেও প্রেক্ষাপট এক । আর দুজনের ক্যাপশনও এক । লিখেছেন, শীত আসছে (Winter is Coming) ।
Aparna Sen: জন্মদিনে ফিরে দেখা অভিনেতা-পরিচালক অপর্ণা সেনের কেরিয়ার
‘চিনে বাদাম’ ছবির একটি গানের শুটিংয়ে কাশ্মীরে গিয়েছেন যশ । তাঁর এই কাশ্মীর সফরে সঙ্গী হয়েছেন নুসরতও । তবে এই সফরে দু-মাসের ছেলের ঝলক পাওয়া যায়নি । পরিচালক শিলাদিত্য মৌলিকের ‘চিনে বাদাম’ ছবির নায়িকা এনা সাহা । এই ছবির প্রযোজনাও করছেন তিনি ।