শনিবার আচমকাই যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে কলকাতা পুরসভায় গেলেন নুসরত জাহান (Nushrat Jahan)। তাঁরা দেখা করলেন ফিরহাদ হাকিমের সঙ্গে।
ফিরহাদের পাশাপাশি মুখ্য পৌর স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরীর ঘরেও যান দুই তারকা। কলকাতা পুরসভা এলাকায় যে সব শিশু জন্ম নেয়, তাদের জন্মের শংসাপত্র মেলে এখান থেকে। বাবা অথবা মায়ের নাম এবং জন্মের তারিখ দিলে সব তথ্য পাওয়া যায়। পরে তাঁরা যান পুরপ্রশাসক ববি হাকিমের ঘরেও।
কলকাতা পুরসভা সূত্রে খবর, শনিবার যশ ও নুসরত কোভিডের প্রথম টিকা নিয়েছেন। চিকিৎসক নবারুণ মজুমদারের উপস্থিতিতেই তাঁদের টিকাকরণ হয়েছে।
কেন নুসরত এবং যশ হঠাৎ শনিবার পুরসভায় হাজির হলেন, তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এমনও জল্পনা ছড়ায় যে সদ্যোজাতর শংসাপত্র নিতেই তাঁরা পুরসভা গিয়েছেন। যদিও যশ নিজে জানিয়েছেন, তিনি করোনার টিকা নিতে গিয়েছেন।