উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, "আর মাত্র মাস দু'য়েকের অপেক্ষা। তারপর তৃণমূলের নেতারা যত টাকা লুট করেছে, প্রতিটি পাই পয়সা আদায় করা হবে৷ তারপর সেই টাকা বাংলার উন্নয়নের কাজে খরচ হবে।"