দ্বিতীয় দফার নির্বাচনের দিনেই শাহজাহানের এলাকা থেকে উদ্ধার অস্ত্র
বাড়ি ঘিরে ফেলেছে NSG-র বোম্ব স্কয়্যাড। রোবটের সাহায্য নিয়ে চলছে তল্লাশি।
সন্দেশখালির অস্ত্র উদ্ধারের ঘটনায় NIA তদন্তের দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের
CBI-এর তরফে জানানো হয়েছে অস্ত্র উদ্ধারের তথ্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে জানানো হবে। এবং তারা পরবর্তী পদক্ষেপ নেবে।
শাহজাহানের এলাকা থেকে বিদেশি অস্ত্র উদ্ধার। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালিতে। যদিও কোথা থেকে ওই অস্ত্র এল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
কী বললেন?
BJP প্রার্থী রাজু বিস্তকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের
মালদায় খগেন মূর্মুর সমর্থনে সভা করতে এলেন নরেন্দ্র মোদী
ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব, BJP বিধায়ক শঙ্কর ঘোষ এবং বাম নেতা অশোক ভট্টাচার্য।
জনসভা করতে মালদায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দেশের মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়। সকাল ৯টা পর্যন্ত সেখানে ভোটদানের হার ১৬.৭ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
বালুরঘাটে সুকান্ত মজুমদারকে ঘিরে ধরে বিক্ষোভ। গো ব্যাক স্লোগান দেখানো হয়। তৃণমূল কর্মীদের তাড়া করার অভিযোগ উঠেছে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে।
সকাল ৯টা পর্যন্ত রাজ্যে গড় ভোট পড়েছে ১৫.৬৮ শতাংশ
রায়গঞ্জ-১৬.৪৬ শতাংশ
দার্জিলিং- ১৫.৭৪ শতাংশ
বালুরঘাট- ১৪.৭৪ শতাংশ
রায়গঞ্জের গোয়ালপোখর এর ৩০ নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের টাকা দেওয়া হচ্ছে।
অভিযোগ তৃণমূলের বিরূদ্ধে।
বালুরঘাটের তপনের একটি বুথে BJP-র যুব মোর্চার সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সুকান্ত মজুমদার।
ভোট দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন।
ভোট শুরু হওয়ার প্রথম ১ ঘণ্টার মধ্যে ৬০টি অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে বুথে ভোটারদের হেনস্থা করা এবং মহিলা ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল। ঘটনাটি ঘটেছে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৯৪ নম্বর বুথে এবং রায়গঞ্জের গোয়ালপোখর বিধানসভার গোয়াগাঁও-২ গ্রাম পঞ্চায়েতের ২১৩ নম্বর বুথে।
মাটিগারার ১৬৪ নম্বর বুথে ভি ভি প্যাড খারাপের জন্য ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
গঙ্গারামপুরে অশান্তির অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, গঙ্গারামপুরে অশান্তি করছেন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। তাঁদের এজেন্টকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
সকাল ৭টা থেকে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হল।