৩৮ তম দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের আন্দোলন। লাগাতার স্বাস্থ্যভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এদিকে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে বেশ কিছু শর্ত মানা হয়েছে।
অন্যদিকে আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সব তরফই আজ সেইদিকে তাকিয়ে। প্রধানবিচারপতির বেঞ্চ কী নির্দেশ দেন তা জানা যাবে শীঘ্রই-
মঙ্গলবারের মতো আরজি কর মামলার শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে। উঠে গেলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। এজলাস ছাড়লেন আইনজীবীরাও।
মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশে দেওয়া সুপ্রিম কোর্টের কাজ নয়। আদালতের মধ্যেই একই আইনজীবীকে ধমক দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্যের সঙ্গে তাঁদের যে বোঝাপড়া, তা নথিবদ্ধ রাখা হোক। কারণ, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে চান। কিন্তু বিষয়ে এখনই নজর দেওয়া দরকার। আদালতে দাবি ইন্দিরা জয় সিংয়ের।
জুনিয়ার ডাক্তাররা এখনও ভয়ের মধ্যে রয়েছেন। সুপ্রিম কোর্টে দাবি তাঁদের কৌঁসুলি ইন্দিরা জয় সিংয়ে
আরজি কর হাসপাতালে আগে ৩৭টি সিসি ক্যামেরা ছিল। মঙ্গলবার রাজ্য জানায় আরও ৪১৫টি সিসি ক্যামেরা লাগানো হবে ওই হাসপাতালে।
সব সরকারি হাসপাতালে অন্তত পুলিশকর্মী রাখা উচিত বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
রাজ্য আদালতে জানিয়েছে, রাজ্যের সব হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার, বিশ্রাম কক্ষ, সিসি ক্যামেরা লাগানো হবে। চিকিৎসকদের ডিউটি রুমে নিরাপত্তা দেওয়ার কথাও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম
২৮টি মেডিক্যাল কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে। আরও ১৭টি হাসপাতাল সরকারের সঙ্গে যুক্ত। সেখানে ১৮ থেকে ২৩ বছরের তরুণীরা কাজ করেন। তাঁদের নিয়ে কাজ করতে হয়। তাঁদের নিরাপত্তায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে নিরাপত্তাহীনতার প্রশ্ন আসা স্বাভাবিক : প্রধান বিচারপতি
হাসপাতালে পুলিশ, CISF সব রকমের নিরাপত্তা রয়েছে, সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের
ওই চুক্তিভিত্তিক কর্মীদের সাত দিনের ট্রেনিং দিয়ে কী ভাবে তাঁদের থেকে উপযুক্ত নিরাপত্তার আশা করেন? রাজ্যের এই বিষয়ে ভাবা উচিত। রাজ্য়ের কাছে জিজ্ঞাসা প্রধান বিচারপতি।
অভিযুক্ত পুলিশের এক জন। তিনি এক জন সিভিক ভলান্টিয়ার। নিরাপত্তার জন্য সিভিক ভলান্টিয়ারকে দায়িত্ব দেওয়া হয়নি তো? নিরাপত্তার অভাব ছিল বলেই তো ওই সিভিক ভলান্টিয়ার সারা হাসপাতাল ঘুরে বেড়িয়েছেন। রাজ্যের কাছে প্রশ্ন প্রধান বিচারপতির
রাজ্য সরকারের তরফে মহিলাদের সুরক্ষার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি সংশোধন করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “ওই বিজ্ঞপ্তি ঠিক করতে হবে রাজ্যকে। কারণ রাজ্যের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার। সুতরাং আপনারা বলতে পারেন না, মহিলারা রাতে কাজ করতে পারবেন না।”
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতি এবং মাফিয়া চক্র নিয়ে এবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত শুক্রবার রাজভবনের তরফে ওই চিঠি পাঠানো হয়েছে নবান্নে। এমনকি, ওই চিঠির একটি প্রতিলিপি পাঠানো বয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে।
বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অবিরত বৃষ্টি হয়ে চলেছে। যার জেরে একাধিক জেলার বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যে জলের তলায়। তারমধ্যে মঙ্গলবার সকাল থেকে ১ লাখ ৪৯ হাজার কিউসেক জল ছেড়েছে DVC। এর ফলে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বালিগঞ্জে সন্দীপ জৈনের বাড়ি ও তাঁর অফিসে তল্লাশি চালালো ED। RG কর হাসপাতালের মেডিক্যাল ইকুইপমেন্ট সাপ্লাইয়ের কাজ করতেন তিনি। সন্দীপ জৈনের ওই কোম্পানির নাম সিটকো। সেখানেই তল্লাশি চালানো হয়। সন্দীপ জৈনের গোটা বাড়ি এবং অফিস ঘিরে রেখেছেন CISF জওয়ানরা।