আজ ভোরে দিল্লি থেকে কলকাতায় ফেরেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। এবং সকালে বিমানবন্দর থেকে সরাসরি বোলপুর পৌঁছে গিয়েছেন তিনি।
এদিকে আজই বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এদিনই মমতা ও অনুব্রতর দেখা হতে পাবে বলে মনে করছেন অনেকেই।
অন্যদিকে রাজ্যের আবহাওয়ার দিকে নজর থাকবে আজ। সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে রোদ উঠেছে। মেঘমুক্ত আকাশ।
ফের উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি মালগাড়ি। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ বোলপুরে নিজের বাড়িতে পৌঁছন অনুব্রত মণ্ডল। শরীর সায় দিলে আজই দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।