আজ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি । সকাল সাড়ে দশটায় শুনানি । সেদিকেই নজর সকলের । সোমবারই রাজ্যের সব দফতর ও জেলা প্রশাসনকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনভর কেমন থাকবে আবহাওয়া, সব খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটরজি বাংলার লাইভ পেজে ।
বামেদের লালবাজার অভিযান ঘিরে উত্তাল কলকাতা । গ্রেফতার হলেন ১৪ জন বাম কর্মী ।
সোমবার লালবাজার অভিযানে পথে নেমেছে বামেরা । সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে অভিযান । অভিযান ঘিরে উত্তেজনা ।
মুখ্যমন্ত্রী বললেন, “অনেকে বলছেন আমি টাকার কথা বলেছি। আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক, কোথায় আমি টাকার কথা বলেছি। মিথ্যা কথা বলা হচ্ছে। এগুলি কুৎসা, অপপ্রচার, চক্রান্ত।"
মঙ্গলবার থেকে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু হচ্ছে । যে সব পুজো কমিটি সরকারি অনুদান নেবে না, তাদের স্বাগত । স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী । তিনি জানিয়েছেন, যাঁরা অনুদান নেবেন না, তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিকে অনুদান দেওয়া হবে। নির্দেশ মুখ্যমন্ত্রীর ।
ডাক্তারদের কাজে ফেরার বার্তা মমতার । মুখ্যমন্ত্রী বলেন, “দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি আপনাদের কিছু বলার থাকে, সবসময় স্বাগত। আপনারা ৫-১০ জনের একটি প্রতিনিধিদল নিয়ে আসুন, আমরা কথা বলতে পারি।"
নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ক্ষেত্রে সরকারি পরিকাঠামো ও পরিষেবা আরও ভাল করে পৌঁছে দিতে হবে, বার্তা মুখ্যমন্ত্রীর ।
১০ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে রাজ্যে কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকদের । কাজে ফেরার সময় বেঁধে দিলেন প্রধান বিচারপতি। কাজে না ফিরে রাজ্য সরকার ডাক্তারদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনও মধ্যস্থতা করবে না । এমনই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি । জুনিয়র ডাক্তারের নিরাপত্তাও সুনিশ্চি করার নির্দেশ ।
চিকিৎসকরা কাজে যোগ না দিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন কপিল সিব্বল । ওপিডি পরিষেবা না মেলায় ৬ লক্ষ রোগী সমস্যায় পড়েছেন । এক হাজারের বেশি রোগীর অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে না ।
প্রধান বিচারপতি জানতে চান, মৃতদেহ কখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। তার চালান কোথায় ? জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, তিনি চালান খুঁজে পাননি । কনস্টেবলের হাতে থাকা উচিত ছিল চালান। প্রধান বিচারপতি জানান, নথি যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে তার দায় রাজ্যেরই
রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । অভিযোগ,আর জি করে মোতায়েন জওয়ানদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেনি রাজ্য সরকার । অসহযোগিতা করা হচ্ছে । সোমবার ফের সেই প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টে । তুষার মেহতা জানিয়েছেন, তিন কোম্পানি মহিলা সিআইএসএফ আছে, যাদের থাকার জায়গা নেই। দেড় ঘণ্টার রাস্তা পেরিয়ে যেতে হয়। সোমবার প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, রাজ্য সরকারের কোনও একজন সিনিয়র অফিসার সিআইএসএফ একাধিকারিকের সঙ্গে কথা বলে সোমবার পুরো বিষয়টা বন্দোবস্ত করবেন ।
সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে বলেন, “সকাল সাড়ে ৯টায় দেহ দেখতে পাওয়া গিয়েছিল। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী, দেহ যখন পাওয়া গিয়েছিল, তখন তা অর্ধনগ্ন অবস্থায় ছিল । দেহে ক্ষতচিহ্ন ছিল । সিবিআই এইমস ও সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
সিবিআইকে ফের স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ প্রধান বিচারপতির । প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশ, সোমবার স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই । ১৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।
সিসিটিভি ফুটেজ কি সিবিআই-কে দেওয়া হয়েছে ? প্রধান বিচারপতির জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ২৭ মিনিটের মোট চারটি ক্লিপিং দেওয়া হয়েছে সিবিআইকে ।
তদন্তের প্রয়োজনে কখন ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়েছিল ও বাজেয়াপ্ত হয়েছিল, জানতে চান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় । রাজ্য জানায়, রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তল্লাশি ও বাজেয়াপ্ত হয়েছে ।
আর জি কর মামলার শুনানিতে স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখার সময় আদালতের প্রশ্ন, অস্বাভাবিক মৃত্যু মামলা কখন নথিভুক্ত হয় ? জবাবে রাজ্যের আইনজীবী জানান, দুপুর ১টা ৪৭ মিনিটে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছিল । এর পর দুপুর ২টো ৫৫মিনিটে অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয় থানায় ।
সুপ্রিম কোর্টে চলছে আর জি কর মামলার শুনানি । সন্দীপের বাড়ি থেকে RG করের দূরত্ব কত ? শুনানি চলাকালীন জানতে চাইলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় । জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ১৫-২০ মিনিট ।
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে । চিকিৎসার অভাবে রাজ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে । সেই সংক্রান্ত একটি রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল ষ
শুরু হল আরজি কর মামলার শুনানি। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি পর্বের শুরুতেই স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সেই স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখছে প্রধান বিচারপতির বেঞ্চ।
সপ্তাহের শুরুতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া । আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেই ছিল । সেইমতো সোমবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায় । হাওয়া অফিস জানিয়েছে, সোমবার চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরেও বৃষ্টির পূর্বাভাস থাকছে ।
রাজ্যের সব দফতর ও জেলা প্রশাসনকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুপ্রিম কোর্টে আজ আর জি কর মামলার শুনানি । সকাল সাড়ে দশটা থেকে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা শুরু । সিবিআই কী রিপোর্ট জমা দেয়, সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা, গোটা দেশ