আজই তিহার জেল থেকে ছাড়া পেতে পারেন অনুব্রত মণ্ডল। প্রায় ১৮ মাস পর আজ জেলমুক্তির সম্ভাবনা তাঁর। দিল্লির রাউস অ্য়াভিনিউ আদালত গত শুক্রবার গরু পাচার মামলায় জামিন দিয়েছে।
অন্যদিকে RG কর কাণ্ড নিয়ে আজও উত্তপ্ত হতে পারে রাজ্য রাজনীতি। বেশ কয়েকটি সংগঠন আজ মিছিল ও বিক্ষোভ দেখাতে পারে।
DVC জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত। যদিও কয়েকটি জায়গা থেকে জল নামতে শুরু করেছে। সারাদিনের সব খবর সবার আগে জানতে নজর রাখুন এডিটরজি বাংলার লাইভ ব্লগে।
RG কর কাণ্ডের পর থানা শুদ্ধিকরণ অভিযান করল রাজ্য BJP। গোবর এবং গঙ্গাজল দিয়ে থানা পরিষ্কার করা হয়।
অনুব্রত মণ্ডলের পর এবার জামিন পেলেন এনামুল হক। গরুপাচার কাণ্ডে তাঁকে গ্রেফতার করে CBI এবং ED। সোমবার সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল RG কর কাণ্ডের শুনানি। ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে শুনানি হবে ৩০ সেপ্টেম্বর।
RG কর কাণ্ডে তলব করা হল তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। তিনি CGO কমপ্লেক্সে হাজির হয়েছেন।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দু'টি ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার দুপুরের পর নিম্নচাপ এলাকা তৈরি হবে বঙ্গোপসাগরে । যার জেরে সোমবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দুই বর্ধমানে । এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে । শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের জেলাগুলিতে ।
দর্গাপুজোয় ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের ডেস্টিনেশন উত্তরবঙ্গ। কিন্তু এবার উত্তরবঙ্গ সফরে সমস্যায় পড়তে পারেন অনেকেই। কারণ আগামী সপ্তাহে একাধিক ট্রেন ঘুরপথে চালানো হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে এমনটাই জানানো হয়েছে।
RG কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই আবহেই পদত্যাগ করলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশনের কলকাতা শাখার সহ-সভাপতি কৌশিক বিশ্বাস। IMA-র কলকাতা শাখার সভাপতিকে ইমেল করে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।