শনিবার সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। এদিন মোট ৫৭টি কেন্দ্রের ভোটগ্রহণ হবে। তারমধ্যে রাজ্যের ৯টি কেন্দ্র রয়েছে। এছাড়াও বরানগর কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণও হবে একই সঙ্গে। মোট ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে শনিবার।
নিউজ ন্যাশনের সমীক্ষা বলছে NDA জোট পাবে ৩৪২-৩৭৮টি আসন। INDIA জোট পাবে ১৫৩-১৬৯
এনডিএ জোট ৩৬২-৩৯২, INDIA জোট ১২৫, অন্য়ান্যরা পাবে ১০-২০
NDA ৩৭১, INDIA জোট ১২৫। অন্যান্যরা পাবে ৪৭।
একাধিক বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, বিপুল ভোটে জিতে তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, বাংলা ও দক্ষিণের রাজ্যে বিজেপির ভাল ফলের ইঙ্গিত
পশ্চিমবঙ্গে সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ২৮ শতাংশ
কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল-
দমদম - ২৪.৮৩ শতাংশ
বারাসত - ২৭.৮৬ শতাংশ
জয়নগর - ৩০.২৫ শতাংশ
মথুরাপুর - ৩০.৫০ শতাংশ
ডায়মন্ড হারবার - ৩১.৫১ শতাংশ
যাদবপুর - ২৬.৫৯ শতাংশ
বেহালা পশ্চিমের ১২৭ নম্বর ওয়ার্ডের ২৪১, ২৪২, ২৬৫, ২৬৪, ২১২, ২১৩ এবং ২১৪ নম্বর বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ বিরোধীদের।
১১টা পর্যন্ত ১৪৫০টি নালিশ জমা পড়ল কমিশনে। তারমধ্যে তৃণমূলের তরফে একটিও অভিযোগ দায়ের করা হয়নি।
ডায়মন্ডহারবারে বজবজ বিধানসভার বাদামতলা স্কুলের ৫২ এবং ৫৩ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
তীব্র উত্তেজনা, সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কে ঘিরে তুমুল বিক্ষোভ। পুলিশি হস্তক্ষেপে কোনরকম সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন। ঘটনাটি ঘটে বারুইপুর বিধানসভা এলাকায়।
হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বরানগর বিধানসভার CPIM প্রার্থী তন্ময় ভট্টাচার্য। স্থানীয় একটি স্কুলে এক তৃণমূল কাউন্সিলরের সঙ্গে তাঁর হাতাহাতি হয় বলে অভিযোগ।
ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপুল সংখ্যক মানুষ ভোট দেবেন বলে আশাবাদী তিনি। ৪ তারিখ ভোটের ফল প্রকাশের পর এই প্রতিফলন দেখা যাবে বলে জানান তিনি।
শুক্রবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে।
সপ্তম দফায় সকাল ৯টা পর্যন্ত ৭১৫ টি অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশন।
যাদবপুরের পাঁচপোতা এলাকায় গোবিন্দ চন্দ্র স্কুল চারটে মেশিন খারাপ। অনেক ভোটার ভোট কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন।
বরাহনগর বিধানসভা কেন্দ্রের ১০২ নম্বর বুথে CPI(M) প্রার্থী কমরেড তন্ময় ভট্টাচার্যের পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ। সেই কারণে ওই বুথে উপস্থিত হয়ে পোলিং এজেন্টকে বসিয়ে দেন বাম প্রার্থী।