সোমবার পঞ্চম দফার নির্বাচন। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং আরামবাগ লোকসভায় ভোটগ্রহণ। সকাল থেকেই কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। বুথের নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
গোঘাটের সাত বেরিয়ায় উত্তেজনা। বেলা দেড়টা নাগাদ মিতালী বাগ সাতবেড়িয়া হাইস্কুলে যান। সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
হাওড়া, বনগাঁ সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। তার মধ্যেই চলছে ভোটগ্রহণ। এদিকে ঝড়বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে ভোট দিতে সমস্যা বনগাঁয়।
হাওড়ার গোলমোহরে উত্তেজনা। গুলি চলার অভিযোগ।
বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা। কল্যাণীর গয়েশপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেনবনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বিজেপির অভিযোগ, গয়েশপুরের বেদীভবনের কাছে রাস্তার উপর বিজেপির শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তার ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার পরই অ্যাকশন টোকেন রিপোর্টও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
হুগলির বলাগড়ে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
উলুবেড়িয়াতে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল দুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে একজনকে নির্বাচনী ডিউটি থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত স্বরূপনগরে।
ভোট দিলেন হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ। চুঁচুড়ার বিধানসভার কিশোরী প্রগতি সংঘে ৩৩১ নম্বর বুথে সকাল সকাল ভোট দিলেন বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ।
বনগাঁ লোকসভার অন্তর্গত কল্যাণী বিধানসভার গয়েশপুর আনন্দ পল্লিতে বিজেপির বুথ এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ। ওই বুথ এডেন্টের নাম শ্যামল দাস। তিনি বুথে ঢুকতে পারছেন না বলে অভিযোগ।
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুললেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
খানাকুলে BJP-র উপর হামলার ঘটনায় ধৃত ২
পঞ্চম দফায় ভোট দিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের CPIM প্রার্থী দীপ্সিতা ধর।
পঞ্চম দফার ভোটগ্রহণের আগে অশান্তি। সালকিয়ার CPIM পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ।
নিজের কেন্দ্রে ভোট দিলেন ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং।
সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
ভোট শুরু হওয়ার আগেই হুগলির খানাকুলে দলীয় কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল BJP। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আরামবাগে তাদের এক দলীয় কর্মীর উপর হামলা চালানো হয়েছে।