হাওড়ার হোমে (Howrah Home) শিশু নির্যাতনের অভিযোগ। এই ঘটনায় হাওড়া কর্পোরেশনের তৃণমূলের (TMC) প্রাক্তন ডেপুটি মেয়রের (Deputy Mayor) পুত্রবধু সহ মোট ১০জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে POCSO আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। হাওড়ার মালিপঞ্চঘরা থানা এলাকার এই হোম সিল করেছে পুলিশ।
শুক্রবার রাতে মহিলা থানায় অভিযোগের ভিত্তিতে সালকিয়ার এই হোমে তল্লাশি চালান হাওড়া সিটি পুলিশ (Howrah City Police) ও গোয়েন্দা বিভাগের অফিসাররা। এই হোম থেকে বেশ কয়েকজন শিশুকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূকে।
স্থানীয়দের অভিযোগ, দত্তক দেওয়ার নাম করে শিশু বিক্রি চলত এই হোমে। আবাসিকদের ওপর শারীরিক নির্যাতনও চালানো হত বলে অভিযোগ। শনিবার সকালেও ঘটনার তদন্তে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় হাওড়া সিটি পুলিশ।