‘বইমেলা ধুলো, গার্গী শ্রেয়সী, চেনামুখগুলো পরিচিত হাসি’,
‘চন্দ্রবিন্দু’র এই গানের মতোই বইমেলার চিত্রটা কিন্তু বইপোকাদের কাছে একইরকম। সন্ধে হলেই কাজ সেরে টুক করে ঢুঁ সেন্ট্রলপার্কে। কত চেনা অচেনা মুখ, সারি সারি রকমারি বই, কফির ধোঁয়া, পকেটখালি করে ব্যাগ ভরে বই কিনে বাড়ি ফেরা, অথবা গলা শুকোলে এক প্যাকেট জলে ভিজিয়ে নেওয়া । শীতের সন্ধ্যেতে বইমেলার এই আমেজ বাঙালির চির-প্রিয়।
সময়ের সঙ্গে সঙ্গে বইমেলার ঠিকানা বদলিয়েছে বারবার। প্রথমে ময়দানের খোলা আকাশের নিচে হত বইমেলা। ময়দানকে দূষণমুক্ত করার জন্য মেলা তুলে নয় যাওয়া হয় যুবভারতীতে। তারপর সায়েন্সসিটির মিলন মেলা প্রাঙ্গনে কিছুবছর বইমেলা হয়। গত কয়েকবছর ধরে যদিও বইমেলা হচ্ছে করুণাময়ীর সেন্ট্রাল পার্কে।