মহারাষ্ট্রের আহমেদনগর জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডের আইসিসিইউ-তে আগুন লেগে কমপক্ষে মৃত্যু ১০ জন কোভিড আক্রান্তের। জেলাশাসক ডক্টর রাজেন্দ্র ভোঁসলে জানিয়েছেন, মোট ১৭ জন কোভিড রোগী ভর্তি ছিলেন ওই ওয়ার্ডে।
আহমেদনগরের এই জেলা হাসপাতালে ভাইফোঁটার দিন সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎ করেই আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে কোভিড ওয়ার্ডের আইসিসিইউতে। বাকি রোগীদের অন্য হাসপাতালের করোনা ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। ছয় জন রোগীর অবস্থা আশঙ্কাজনক।
জেলাশাসক রাজেন্দ্র ভোঁসলে জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়েছিল। কোভিড ওয়ার্ডের আইসিসিইউ-তে কীভাবে আগুন লাগল, তা নিয়ে তদন্ত করা হবে।