ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের (Afghanistan) কুন্দুজ (Kunduz) এলাকা। আহত এবং নিহতের সংখ্যা শতাধিক। তালিবান (Taliban) শাসন কায়েম হওয়ার পর কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ হয়। তারপর এই প্রথম এত বড় বিস্ফোরণ ঘটল আফগানিস্তানে।
জানা গিয়েছে, কুন্দুজ এলাকার একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়। প্রচুর বাসিন্দা জখম হয়েছেন এই বিস্ফোরণে। কুন্দুজ হাসপাতাল সূত্রে খবর, অন্তত ৩৫জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। ৫০ জন জখমকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত এবং আহতের সংখ্যা।
তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানিয়েছেন, বিস্ফোরণে মোট কতজন মারা গিয়েছেন বা আহত হয়েছেন তা নির্দিষ্টভাবে এখনই বলা যাচ্ছে না। তবে মসজিদের মধ্যেই বিস্ফোরণ হয়েছে।
এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় নিতে চায়নি। ইসলামিক স্টেট বা ISIS-ও কোনো বিবৃতি দেয়নি।