Syria Crisis: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, ৭৫ ভারতীয়কে দেশে ফেরাল ভারত

Updated : Dec 11, 2024 18:32
|
Editorji News Desk

গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া। এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধের পর বাশার আল আসাদের সরকারের পতন হয়েছে। সিরিয়ার দখল নিয়েছে বিদ্রোহী সংগঠন হায়াত তাহির আল শাম। কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে শান্তির বার্তা দিয়েছেন মহম্মদ আল বাসির। কিন্তু এখনও পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা কম। 

২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন বাশার আল আসাদ। ২০১১ সাল থেকেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে হায়াত তাহিরির আল-শাম (HTS)। তাদের সহযোগিতা করে জইশ-আল-ইজ্জার যৌথবাহিনী। এই বিদ্রোহীদের মদত দেয় আমেরিকা। গত ১৩ বছর ধরে সিরিয়া সরকার মিত্র শক্তি রাশিয়া ও ইরানকে নিয়ে  বিদ্রোহীদের দমন করে। দুই মিত্র শক্তিই এখন যুদ্ধে ব্যস্ত। গত ২৭ নভেম্বর থেকে অশান্ত হয়ে ওঠে সিরিয়া। বৃহত্তম শহর আলেপ্পাতে ঢুকে পড়ে বির্দোহীরা। আন্তর্জাতিক বিমানবন্দরও দখল করে নেন। সিরিয়ায় হামা প্রদেশের চারটি শহর তাদের দখলে চলে যায়। হোমস শহরও দখল করে বিদ্রোহীরা। সিরিয়া নিয়ে দোহায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সৌদি আরব, মিশর, তুরস্ক,ইরান ও রাশিয়ার প্রতিনিধিরা ছিলেন। কিন্তু গত ৭ ডিসেম্বর হোমস থেকে সরকারের সব বাহিনী সরে যায়। তারা ঘোষণা করেন দামাস্কাস তাঁরা ঘিরে ফেলেছেন। ৮ ডিসেম্বর সিরিয়া সরকারের পতন হয়। মাত্র ১৩ দিনে সরকারের পতন হয় সিরিয়ায়।    
  
বাশারের পতনের পর সিরিয়ার উপর হামলা শুরু করে ইজরায়েল। গোলান মালভূমি দখল করার চেষ্টা শুরু করেছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার দামাস্কাসে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিবিসি জানিয়েছে, সিরিয়ার কিছু সংবাদমাধ্যমের দাবি ইজরায়েলি যুদ্ধবিমান দামাস্কাস-সহ বেশ কিছু অঞ্চলে হামলা চালিয়েছে। যদিও দামাস্কাসে হামলার অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য় করেনি ইজ়রায়েল। সংবাদ সংস্থা এএফপি ব্রিটেনের এক মানবাধিকার সংগঠনের তথ্য তুলে ধরে জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার ভূখণ্ডে আকাশপথে অন্তত ২৫০টি হামলা চালানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ায় সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ অধিকাংশ এলাকায় ধ্বংসলীলা চালিয়েছে ইজ়রায়েল। অভিযোগ, বেশ কিছু বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে।

এই যুদ্ধ পরিস্থিতিতে সিরিয়া থেকে ৭৫জন ভারতীয়কে নিরাপদে বার করে আনল ভারত সরকারের বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রক জানিয়েছে, উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে জম্মু-কাশ্মীরের ৪৪ জন বাসিন্দা। ৭৫ ভারতীয়কেই সিরিয়ার সীমান্ত পার করে সংলগ্ন লেবাননে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকেই বিমান থেকে ভারতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। সিরিয়ার রাজধানী দামাস্কাস ও লেবাননের রাজধানী বেরুটের ভারতীয় দূতাবাসের যৌথ তৎপরতায় তপ্ত সিরিয়া থেকে তাঁদের বার করা হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। এখনও কোনও ভারতীয় নাগরিক সিরিয়ায় আটকে আছে কিনা, তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি বিদেশমন্ত্রক। ভারতীয় দূতাবাস একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল (+৯৬৩) ৯৯৩৩৮৫৯৭৩। এই নম্বরে হোয়াটসঅ্য়াপ করেও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সিরিয়ায় থাকা প্রবাসী ভারতীয়রা। ইমেলেও যোগাযোগ করতে পারবেন আটকে থাকা ভারতীয়রা। 

Syria crisis

Recommended For You

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025
editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির