মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেলেন নীরজ চোপড়া (Neeraj Chopra), রবি দাহিয়া (Ravi Dahiya), লাভলিনা বোরগোহেন সহ মোট ১২ জন অ্যাথলেট। শনিবার তাঁদের হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
অলিম্পিয়ান ছাড়া এদিন খেলরত্ন পান ফুটবল টিমের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri), মহিলা ক্রিকেটার মিতালি রাজ (Mitali Raj), হকি খেলোয়াড় পিআর শ্রীজেশ (PR Sreejesh) ও মনপ্রীত সিং (Manpreet Singh)।
অ্যাথলেট সুমিত অ্য়ান্টিল, আভানি লেখারা সহ মোট চারজন প্যারালিম্পিকে পদকজয়ীকেও খেলরত্ন পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।