ভুলে যাওয়া তাঁর অভ্যাস।
টস করতে গিয়ে তিনি প্রথম একাদশের নাম ভুলে যান। মাঠে নেমে ফিল্ডিং সাজাতে গিয়ে ক্রিকেটারদের নাম ভুলে যান। কিন্তু ব্রিসবেন সাংবাদিক বৈঠক করতে গিয়ে চরম ভুল করে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
তাঁর পাশে বসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই রেশ কাটার আগে দুই ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারাকেও প্রাক্তনের তালিকায় ফেলে দিলেন রোহিত শর্মা। খুব দ্রুত নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন রোহিত।
গত কয়েক বছরে একে একে অনেকেই চলে গিয়েছেন। সেই স্মৃতিতে ডুব দিয়ে রোহিত জানিয়েছেন, তিনি যেন সঙ্গীহীন হয়ে পড়ছেন। কিন্তু কিছু করার নেই। বন্ধুদের হারিয়ে তাঁর মন এখন ভারাক্রান্ত। কিছু করার নেই বলেই জানিয়েছেন অধিনায়ক। আর এই কথা বলতে গিয়েই রাহানে এবং পূজারাকে প্রাক্তনের তালিকায় ফেলে দেন রোহিত শর্মা।
খুব দ্রুত ভুল বুঝতে পেয়ে রোহিত জানান, ভুল করবেন না পূজারা এবং রাহানে এখনও অবসর নেননি। ভারতীয় দলে তাঁদের দরজা এখনও খোলা বলেই জানিয়েছেন তিনি। যে কোনও সময়ে তাঁরা জাতীয় দলে ফিরতে পারেন।
ব্রিসবেনের বৃষ্টি স্বস্তি দিয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর সেই বুমরার নেতৃত্বেই গাব্বায় বোলিং দাপট দেখিয়েছে ভারত। চাপে পড়েই কার্যত বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ক্ষুদ্রতম রানে অস্ট্রেলিয়াকে ইনিংস ডিক্লেয়ার করতে হয়েছিল।
রোহিত মনে করেন ব্রিসবেন তাঁদের কাছে নতুন পথ খুলে দিয়েছে। তিনি মনে করেন, মেলবোর্ন থেকে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। ভারত অধিনায়ক স্বীকার করেছেন, তাঁর ব্যাটে রান না থাকা উদ্বেগের। তবে দৃঢ় বিশ্বাস এই সিরিজে ফের রানে ফিরবেন বিরাট কোহলি।
অশ্বিনের অবসরের পরে নেটপাড়ায় একটা প্রশ্ন ঘুরছে, রোহিত-বিরাটের দিন কবে ? ব্রিসবেন থেকে রোহিত শর্মা জানালেন, ঠিক সময়ে ঠিক খবর আসবে।