Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

Updated : Dec 18, 2024 13:06
|
Editorji News Desk

অবসরে রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন থেকে গুডবাই আন্তর্জাতিক ক্রিকেটকে। খেলবেন শুধু আইপিএল। ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে গিয়ে নিজের অবসরের কথা ঘোষণা করলেন বিশ্বজয়ী ভারতীয় এই অফস্পিনার। এরমধ্যেই ভাইরাল হল ড্রেসিংরুমে অশ্বিনের চোখের জল মুছে দেওয়ার বিরাটের ছবি। 

ম্যাচ শেষের পরেই অশ্বিন জানিয়েছেন, তাঁর এখানে আসার কথা ছিল না। কিন্তু সকলকে একটা খবর দিতেই তাঁর এখানে আসা। রোহিতকে পাশে বসিয়েই নিজের অবসরের কথা জানান অশ্বিন। তার আগেই অবশ্য টেলিভিশনের পর্দায় ভেসে উঠেছিল বিরাটের পাশে বসে অশ্বিনের চোখে জলের ছবি। 

১০৫ টেস্টে ৫৩৭ উইকেট। চুম্বকে এটাই ভারতীয় স্পিনে রবির উদয়। অ্যাডিলেডে খেলে একটি উইকেট পেয়েছেন তিনি। গত নিউ জ়িল্যান্ড সিরিজ থেকেই ম্লান ছিলেন তিনি। সেই কারণেই হয়তো অবসরের সিদ্ধান্ত নিলেন অনিল কুম্বলের পর ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক।

শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীধরণ, অনিল কুম্বলে। 

বিশ্ব ক্রিকেটের স্পিন মানচিত্রে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তাঁদের অবসরের পর এই শূন্যস্থান কে ভরাট করবেন ? তখনও কাজ চালিয়ে যাচ্ছেন হরভজন সিং। এই প্রেক্ষাপটেই ভারতীয় ক্রিকেটে অভিষেক হয়েছিল এক তামিল যুবকের। তৎকালীন জাতীয় নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তের হাত ধরেই ভারতীয় ক্রিকেটের ক্যাপ রবিচন্দ্রন অশ্বিনের মাথায় উঠেছিল। সালটা ছিল ২০১০। 

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে অধিনায়ক রোহিত শর্মা। ১৪ বছরের আন্তর্জানিক কেরিয়ারে কখনও নীল জার্সিতে আবার কখনও সাদা জার্সিতে টিম ইন্ডিয়ার অন্যতম সৈনিক। আইপিএল খেললেও, টিম ইন্ডিয়ার একদিনের দলে অনেক আগে থেকেই ব্রাত্য রবি অশ্বিন। কিন্তু টেস্ট দলে তাঁকে ছাড়া ভাবতে পারেননি ভারতের জাতীয় নির্বাচকরা। 

রবীন্দ্র জাডেজার সঙ্গে তাঁর পার্টনারশিপ গত কয়েক বছরে মোহিত করেছে বিশ্ব ক্রিকেটকে। তবুও, অস্ট্রেলিয়ায় পা দেওয়ার পরেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ৩৯ বছরের দক্ষিণের এই ক্রিকেটার। তাই ব্রিসবেনে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, অনেক বুঝিয়ে অশ্বিনকে ব্রিসবেন পর্যন্ত আনা হয়েছিল। রোহিতের দাবি, গাব্বায় অস্ট্রেলিয়াকে রুখে দিয়ে ভারত একজন ম্যাচ জেতানো ক্রিকেটারকে হারাল। 

Ravi Ashwin

Recommended For You

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!

editorji | খেলা

Gabba : এই শেষবার! ঐতিহাসিক গাব্বায় অজিদের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া