গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ। নন্দীগ্রামে (Nandigram) ১২ ঘণ্টার বনধ পালন বিজেপি কর্মীদের। টায়ার জ্বালিয়ে রাস্তা আটকানোর চেষ্টা করলেন বিজেপি সমর্থকরা।
শুক্রবার কৃষি দফতরে গণডেপুটেশন জমা দেওয়া নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। কৃষি দফতরের সরকারি আধিকারিককে নিগ্রহের অভিযোগ ওঠে। এরপর গতকালই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘনিষ্ঠ বিজেপির প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। সেই গ্রেফতারির প্রতিবাদেই শনিবার নন্দীগ্রামে ১২ ঘণ্টার বনধ ডাকে বিজেপি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।