শীতের আমেজ টের পেতে না পেতেই কার্যত গায়েব ঠান্ডা। দীর্ঘ প্রতীক্ষার পর শীত যাও বা এল, রইল কই? ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বাংলার বাতাসে ঢুকতে শুরু করেছে জলীয়বাষ্প। এর জেরে শুক্র ও শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। পার্বত্য এলাকায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা।
আগামী শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলা এবং উত্তরের পার্বত্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার বা তার কম থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।