নিম্নচাপের প্রভাবে শীত ধাক্কা খেয়েছে বঙ্গে। এর জেরে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভবনা। শুক্র ও শনিবার রাজ্যের সব জেলাতেই প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ুর দিকে থাকলেও বাংলায় তার প্রভাব পড়বে। হুহু করে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে, সঙ্গে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে শুক্রবার থেকেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা।
কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে বেড়েছে। তাপমাত্রা ১৫ ডিগ্রি উপরে ছাড়িয়ে গিয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে।