হাওড়া শাখায় বাতিল থাকবে ৬০টি লোকাল ট্রেন। সময় বদল করা হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনেরও। টানা ৩২ দিন ধরে বন্ধ থাকবে পরিষেবা। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে আগামী ২২ জানুয়ারি থেকে। বাতিল ট্রেনের তালিকায় থাকছে হাওড়া-ব্যান্ডেল-হাওড়া লোকাল, হাওড়া-শেওড়াফুলি-হাওড়া লোকাল, হাওড়া-বেলুড় মঠ-হাওড়া লোকাল এবং হাওড়া-শ্রীরামপুর-হাওড়া লোকাল।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বেনারস রোড ওভারব্রিজের দুটি লেন তৈরির জন্য আগামী ২১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ট্র্যাফিকের কাজ চলবে ফলে পাওয়ার ব্লক থাকবে এই লাইনে। নতুন বছর শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। এই সময় ভিড় উপচে পড়ে কলকাতার বিভিন্ন জায়গায়। এই আবহে ট্রেন বাতিলের সিদ্ধান্তে যাত্রীদের ভোগান্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কোন কোন ট্রেন বাতিল থাকবে?
হাওড়া -ব্যান্ডেল লোকাল
ব্যান্ডেল-হাওড়া লোকাল
হাওড়া-শেওড়াফুলি লোকাল
শেওড়াফুলি-হাওড়া লোকাল
হাওড়া-বেলুড় মঠ লোকাল
বেলুড় মঠ - হাওড়া লোকাল
কোন কোন ট্রেন দেরিতে ছাড়বে?
নির্ধারিত সময়ের থেকে ৫০ মিনিট দেরিতে রওনা দেবে দেরাদূন-হাওড়া উপাসনা এক্সপ্রেস। ৫০ মিনিট দেরিতে ছাড়বে দেরাদূন-হাওড়া কুম্ভ এক্সপ্রেসও। নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে ছাড়বে মুজফ্ফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস। ১ ঘন্টা দেরিতে ছাড়বে দ্বারভাঙা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস। ২৫ মিনিট দেরিতে ছাড়বে মোকামা-হাওড়া এক্সপ্রেস। আজিমগঞ্জ-হাওড়া ছাড়বে টাইম টেবিলের ১০ মিনিট পর। রক্সৌল-হাওড়াও ১০ মিনিট দেরিতে ছাড়বে। ৩০ মিনিট দেরিতে ছাড়বে গয়া-হাওড়া এক্সপ্রেস।
আগামী ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে যাবে আপ হাওড়া-বর্ধমান মেমু স্পেশ্যাল। সময়ও পরিবর্তন করা হয়েছে এই ট্রেনের। ২৯ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রেনটি রাত ১টা ৫০ মিনিটের পরিবর্তে ভোর সাড়ে ৩টেয় ছাড়বে।