এ বছরের মতো আইপিএল শেষ। আগামী বছর ২০০ কোটি ডলার মূল্যের ১০টি দল নিয়ে নতুন রূপে হাজির হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ২০২২। গতকালই আইপিএল এর যুক্ত হল নতুন দুটি দল।
৭০৯০ কোটি টাকা দর হেঁকে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনে নিল সঞ্জীব গোয়েঙ্কার RPSG গ্রুপ। ৫৬২৫ কোটি টাকায় আমেদাবাদ টিমের ফ্র্যাঞ্চাইজি কিনল আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থা CVC Capital।
এত বিপুল দামে কখনও কোনও আইপিএল দল নিলাম হয়নি। রাজস্থান রয়ালসের দাম উঠেছিল ১,৮৫০ কোটি টাকা। ২০১২ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল ৮৫০ কোটির বিনিময়ে
প্রাথমিক ভাবে দুটি নতুন দলের সর্বনিম্ন দর ছিল ২০০০ কোটি টাকা। শেষমেশ ৩ গুণ বেশি দামে মোট ১২ হাজার কোটি দিয়ে দুটি দল কিনল দুই গোষ্ঠী। কয়েক বছরের মধ্যেই দলের দর বাড়বে বলেই আশাবাদী দুই গোষ্ঠীই। আরপিএসজি গোষ্ঠীরচেয়ারম্যান জানালেন, "আগামী পাঁচ বছরের মধ্যে দলের দর ১০ হাজার কোটি ছাপিয়ে যেতে পারে বলে আমার ধারনা। সেদিক থেকে দেখতে গেলে এটা খুবই লাভজনক বিনিয়োগ"।
দির্ঘ চার বছর পর আইপিএল এ নতুন দলের মালিক হলেন কলকাতার এই শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। এর আগে রাইসিং পুনে সুপারজায়েন্ট দলটির মালিকানা ছিল গোয়েঙ্কা গোষ্ঠীর হাতে।